আবারও পুরান ঢাকার নাটকে জাহিদ হাসান

সুপ্রভাত ডেস্ক :

শূন্য দশকের শুরুতে ‘বন্ধন’ নামের ধারাবাহিকে অনবদ্য অভিনয় করেছিলেন জাহিদ হাসান। পুরান ঢাকার বনেদি পরিবারের সন্তান হিসেবে দাগ ফেলেছিলেন দর্শক মনে। এরপর ‘আরমান ভাই’সহ পুরান ঢাকার বেশ কিছু গল্পে হাজির হয়েছেন এ তারকা। আর প্রতিটাই লুফে নিয়েছে দর্শকরা। এবারের ঈদেও আসছেন পুরান ঢাকার বাসিন্দা হিসেবে।

নাটকের নাম ‘বড় মিয়ার শাদী মোবারক’।  এতে দেখা যাবে, পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মোহন মিয়া একজন বনেদি ব্যবসায়ী। ছোট দুই ভাই সুজন মিয়া, সুমন মিয়া এবং প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী রাবেয়াকে নিয়ে তার পরিবার। মহল্লায় বড় মিয়া নামে পরিচিত মোহন। বয়স ৪৫ বছর হয়ে গেলেও বিয়ে করতে চান না তিনি। ইয়াসমিন নামের এক মেয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। বিয়েও প্রায় ঠিকঠাক হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তাদের বিয়েটা হয়নি। তাকে বিয়ে দেওয়ার মিশনই হলো এই নাটকের গল্প। এতে বড় মিয়া হিসেবে দেখা যাবে জাহিদকে।  রিজওয়ান খানের রচনায় এটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। নির্মাতা বলেন, ‘পুরান ঢাকার গল্প মানেই জাহিদ হাসানের অনবদ্য অভিনয়। এবারের নাটকেও সেটা দেখা যাব।’

এতে জাহিদ হাসান ছাড়াও আছেন প্রভা, সাজু খাদেম, জামিল, নাজনীন চুমকীসহ অনেকে। নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।