নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :
আনোয়ারায় জমি সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৮) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এতে একই পরিবারের রৌশন আরা বেগম (৬০), মোহাম্মদ সোলায়মান (৪০), মোহাম্মদ হুসাইন (৪৫), মোহাম্মদ ইউনুছ (৪৬) ও মোহাম্মদ ইলিয়াছ (২৮) আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় একই এলাকার মো. ওসমান (৩২), মোসত্মাক আহমেদ (৩০), মো. মোজাফ্ফর (২৪), মো. জাহেদুল হক (২৭), মো. শহীদ (২৩) ও সিরাজুল হক (৫৫) কে আসামি করে আনোয়ারা থানায় মঙ্গলবার দুপুরে ইলিয়াছ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আহতদের মধ্যে রৌশন আরা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার সিরাজুল হক ও বাহাদুল হকের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো নুর আহমদ পরিবারের সদস্যদের সাথে। কিন’ করোনা ভাইরাসের এমন পরিসি’তিতে সিরাজুল হকের পরিবার জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে বাধা দেয় নুর আহমদের পুত্র। এসময় ঘটনাস’লে উপসি’ত হন ইউপি মেম্বার মোহাম্মদ সোলাইমানও। এসময় দু্’পক্ষের কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’পড়্গের সংঘর্ষের ঘটনা ঘটে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, গুয়াপঞ্চক এলাকার জমি বিরোধ নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ইলিয়াছ নামে এক ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।