সন্দ্বীপ পৌর নির্বাচন
নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে ১০ প্রার্থীকে টপকিয়ে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে নৌকার টিকেট পেলেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, মোক্তাদের মাওলা সেলিম।১৮ ডিসেম্বর ছিলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চুড়ান্ত মনোনয়ন ঘোষনার দিন। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতা-কর্মীরা অপেক্ষায় থেকে রাত সাড়ে আটটার পর শোনেন সেই কাঙ্খিত ঘোষনা। শুরু হয় মিষ্টি মুখ, উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে সমবেত নেতাকর্মীরা বের করে সেলিমের পক্ষে, নৌকার পক্ষে আনন্দ মিছিল।উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬১ পৌরসভার মধ্যে সন্দ্বীপ পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফশীল অনুযায়ী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে দুপুরের পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম সন্দ্বীপ নির্বাচনী কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।এদিকে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হয়েছেন, সন্দ্বীপ পৌরসভার সাবেক প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. আবুল বশার। বিএনপি’র গুলশানের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় তার প্রার্থিতা নিশ্চিত করে বলে জিএস বশার এ প্রতিনিধিকে জানান।সন্দ্বীপ পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে সরাসরি মাত্র দু’জন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোন বিদ্রোহী কিংবা সতন্ত্র প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দেননি, তাই আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে দু’দলের এই দুজন প্রার্থীই নৌকা ও ধানের শীষ প্রতীকে ভোট যুদ্ধে নামবেন। এদিকে কাউন্সিলর পদে সাধারণ আসনে মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এক একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সন্দ্বীপ নির্বাচন অফিসার কাজী রবিউস সারওয়ার এ প্রতিবেদনককে জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, আজ মনোনয়নপত্র যাচাই বাচাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ এবং ১৬ জানুয়ারি নির্বাচন। সন্দ্বীপ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ২৬ জন। তন্মধ্যে পুরুষ ১৬ হাজার ৩শ৬৭ জন। মহিলা ১৬ হাজার ৬শ৫৯ জন। মোট ভোট কেন্দ্র ১৭টি এবং ভোট কক্ষের সংখ্যা ১শ।