অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও পাচ্ছে ‘বিশেষ সুবিধা’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ সফরে জৈব সুরক্ষা বলয় পুরোপুরি নিশ্চিত করতে বেশ কিছু শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার দেওয়া সব শর্তই মেনে নেয়। আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়ার মতো সব না পেলেও কিছু সুবিধা নিউজিল্যান্ডও পাচ্ছে।
এক ভেন্যুতে সব ম্যাচ, ইমিগ্রেশনের ঝামেলায় না গিয়ে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যাওয়া, পুরো হোটেল বুকিং দেওয়া, ঝুঁকি এড়াতে পুরো সিরিজেই স্পর্শহীন থাকা, সবাইকে কোয়ারেন্টিনে রাখাসহ বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও একই রকম সুবিধা দিলেও বিমাববন্দর থেকে সরাসরি হোটেলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। যদিও সেটি নিউজিল্যান্ডের কারণেই হচ্ছে না।
অস্ট্রেলিয়া দল চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ সফরে এসেছিল। তবে নিউজিল্যান্ড দল আসবে কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইটে। বাণিজ্যিক ফ্লাইটে আসায় তাদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না। তবে বিমানবন্দরে তাদের দাঁড়াতে হবে না। সরাসরি বেরিয়ে বাসে উঠবে কিউইরা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে জৈব সুরক্ষা বলয় নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘নিউজিল্যান্ড বিমান থেকে নেমেই বাসের সুবিধা পাচ্ছে না। বাণিজ্যিক ফ্লাইটে আসায় এমনটা হচ্ছে। তবে বিশেষ ইমিগ্রেশনের কারণে তাদের বিমানবন্দরের ভেতরে কোথাও দাঁড়াতে হবে না। বেরিয়ে এসে টিম বাসে উঠবে।’
এদিকে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের জন্যও পুরো হোটেল বুকিং দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে যেমন বায়ো বাবল ছিল, নিউজিল্যান্ড সিরিজেও তা থাকছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভাইরাস থেকে সুরক্ষিত রেখে সিরিজ আয়োজনের জন্য।’
আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও তা চূড়ান্ত হয়নি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দল একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে। যেখানে শেষ হাসি হেসেছে কিউইরা। ৮ বছর আগের ওই সফরে ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও একমাত্র টি-টোয়েন্টিতে ১৫ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৪ সালে প্রথমবার বাংলাদেশ আসে তারা। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১০, ২০১৩ সালেও নিউজিল্যান্ডকে আথিতেয়তা দেয় স্বাগতিকরা। এবার দীর্ঘ সময় পর বাংলাদেশে আসছে কিউইরা।
তবে এবার মূল শক্তি নিয়ে বাংলাদেশ সফরে আসছে না কিউইরা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা কেউই নেই বাংলাদেশ সফরের দলে!