অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ)’র মধ্যে ১৪ অক্টোবর একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, এবিবিএফ’র সভাপতি আব্দুল রতন খান, চেম্বার পরিচালকদ্বয় অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, এবিবিএফ’র পরিচালক মোহাম্মদ রহমান, গ্রেপাস গ্রুপ’র সিইও নাজমুল হাসান ও বিজনেস ডেভেলাপমেন্ট পরিচালক পিটার স্কলেপারিস বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকদ্বয় মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ মনির উদ্দিন এবং এবিবিএফ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের এখন সুবর্ণ সময়। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। তৈরি পোশাক রপ্তানি দিয়ে শুরু করলেও বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের পাদুকা, চামড়া ও চামড়াজাত দ্রব্যও রপ্তানি হচ্ছে। এছাড়াও বাংলাদেশে ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী, রেফ্রিজারেটর, টেলিভিশন, ল্যাপটপ, এগ্রো প্রোডাক্টস, অটোমোবাইল অ্যাসেম্বিলিং, হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন সামগ্রী তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে বাংলাদেশে চমৎকার ব্যবসায়িক পরিবেশ বিরাজমান। বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে চট্টগ্রাম অচিরেই একটি ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে। তাই তিনি চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা ও বাংলাদেশ সরকার কর্তৃক বিনিয়োগের প্রদত্ত বিভিন্ন অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
এবিবিএফ’র সভাপতি আব্দুল রতন খান চিটাগাং চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজকে অভিনন্দন জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের জন্য চিটাগাং চেম্বারের সাথে একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রেড রিলেশন বাড়াতে চাচ্ছে। বাংলাদেশী ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের সাথে কাজ করার এই সুযোগ নিতে পারে। বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আগামী বছর আমরা সিডনি এবং মেলবোর্নে একটি ‘রোড শো’ এর আয়োজন করতে যাচ্ছি। চিটাগাং চেম্বার এই আয়োজনে অংশ নিতে পারে। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা উপকৃত হবে বলে আমি মনে করি। পরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে চিটাগাং চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি