অলিম্পিক ফুটবলের শেষ আটে ব্রাজিল ও স্পেন, আর্জেন্টিনার বিদায়

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

প্রথম ম্যাচে উপহার দিয়েছিলেন দারুণ হ্যাটট্রিক। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জোড়া গোল করলেন রিশার্লিসন। অপরাজিত থেকে টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠল ব্রাজিল। জাপানের সাইতামা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গতবারের সোনাজয়ীরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি।
এদিকে অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টনা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের শেষ আটে উঠল মিশর।
কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ রাউন্ডের এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। তবে সেটা আর করতে পারেনি।
গতবারের ফাইনালিস্ট জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করা ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ১-১ ড্র করে ছিটকে গেছে গতবারের রূপাজয়ী জার্মানি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭, এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে কোত দি ভোয়া। খবর বাংলা ও বিডিনিউজের