নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে রাউজানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসুচি শীর্ষক প্রকল্পের অধীনে ইউনিয়ন সড়ক রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত মহিলা কর্মীদেরকে মাসিক বেতনের টাকা প্রদান করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবুল কালামের সঞ্চলনায় অনুষ্ঠিত মহিলা কর্মীদের মাসিক বেতনের টাকার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে রাউজান উপজেলা পরিষদ হলে মহিলা কর্মীদের বেতনের টাকার চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ,রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দি সিকদার, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়–য়া, আবদুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, ভুপেশ বড়–য়া, রোকন উদ্দিন, বাবুল মিয়া মেম্বার ।