নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে করোনা আক্রান্ত রোগীদেও সেবা দিতে ৩০ শয্যার আইসোলেশান সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ১২ টায় বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারম্নল আলম। আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিড়্গিত স্বাস’্য কর্মী সেবা প্রদান করবেন। এবং এটি পর্যায় ক্রমে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন দিদারম্নল আলম এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরম্নদ্দীন রাশেদ, হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী মীর কামাল উদ্দিন, সমাজ সেবক জসিম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর মাসুম প্রমুখ।
 
				 
		






















































