চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালীতে সাংবাদিক সেকান্দর আলম বাবরের ওপর হামলাসহ সারা দেশের সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চন্দনাইশ প্রেসক্লাব। ২৭ ফেব্রুয়ারি বিকালে দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টারের সামনে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল, সহ-সভাপতি মাওলানা মোজাহেরুল কাদের, আবু তালেব আনচারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য মো. শাহ্ আলম।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় টিভি প্রতিনিধি নাসির উদ্দীন, সিপ্লাস টিভি প্রতিনিধি ফয়সাল চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আজিমুশ্বানুল হক হক দস্তগীর, দপ্তর সম্পাদক এম এ হামিদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম জাকির হোসেন, মো. মাঈন উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাদেক হোসাইন, জনি আচার্য্য, শহিদুল ইসলাম, ফায়জুল হক দস্তগীর, আরফাত হোসেন প্রমুখ।