চকরিয়ায় গবাদি পশু বিতরণেএমপি জাফর
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৪টি সুফলভোগীর পরিবারের মাঝে ক্রসব্রিড বকনা,টিন সাইনবোর্ড ও অন্যান্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গত রোববার বিকালে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর মিলনায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, দেশে কোন সম্প্রদায় উন্নয়ন বঞ্চিত হতে পারেনা। সরকারের সকলধরনের সুযোগ-সুবিধা থেকে দূরে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই যাতে সুন্দর জীবনমান নিশ্চিত করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন। এরই আলোকে আজকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুফলভোগীর পরিবারের মাঝে উন্নতজাতের ক্রস ব্রিড বকনা,টিন সাইনবোর্ড ও অন্যান্য উপকরণসামগ্রী বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রতিনিধি মাস্টার মং প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, উপকারভোগী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।