চকরিয়ায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোট ৮শ৯০জন প্রান্তিক কৃষক পেয়েছেন উপহারসামগ্রী। বিশেষ করে বোরো ধান, হাইব্রিড গম, ভুট্টা, সরিষা, পেয়াঁজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে চকরিয়া উপজেলা প্রশাসনের হলরুম ‘ মোহনা’য় বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়। এদিন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনায় অনুষ্ঠিত হয়েছে কৃষক সভা। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ শামশুল তাবরীজ।উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান মুকসুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন।সভা শেষে সরকারিভাবে বিনামূল্যে ৬শ জন কৃষককে বড় হাইব্রিড ধান, ১ শ ১০ জন কৃষককে ভুট্টা, ১শ জন কৃষককে সরিষা, ৫০জন কৃষককে গম ও ৩০জন কৃষককে পেয়াঁজসহ মোট ৮শ ৯০জন কৃষককে বিতরণ করা হয়।অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরীজ বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে কৃষক ভাইদের অবদান অপরিসীম। বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, এই প্রণোদনা তারই অংশ। তাই খাদ্য উৎপাদনে দেশের আবাদি জমিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।