সীতাকুণ্ড : আমাদের সীতাকু- প্রতিনিধি জানায়, সীতাকু-ে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করেছে পিপলস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিপিজি)। গত শুক্রবার সকাল ১১টায় পিপলস এগেনস্ট ভায়োলেন্স এ্যাভরিয়ার (পেইভ) সীতাকু- কর্র্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু। এ উপলক্ষে সীতাকু- পৌরসভা হলরুমে পেইভ সদস্য ও সীতাকু- প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সভাপতিত্বে ও পেইভ এ্যাম্বাসিডর শামিমা আক্তার লাভলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া, পেইভ এ্যাম্বাসিডর ও সাংবাদিক নাছির উদ্দিন অনিক, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, খেলাঘর আসরেরর সভাপতি সংগঠক তপন মজুমদার, শৈলীর দপ্তর ও প্রচার সম্পাদক সমীরণ ভট্টাচায্য, সীতাকু- ব্লাড ডোনেশন সোসাইটি‘র জাহেদুল আলম রুমন প্রমুখ। বক্তারা বলেন, আজকের দিনটিতে অহিংস আন্দোলনের অন্যতম পুরোধা বিশ্ব নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধীর কর্মকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এবং বিশ্বব্যাপী হানাহানি, রক্তপাত বন্ধ করতে ২০০৭ সালের ১৫ জুন জাতি সংঘ কর্তৃক এই দিনটি আন্তজার্তিক অহিংস দিবস ঘোষিত হয়। ২০০৮ সাল থেকে সারা বিশ্বে একযেগে (২ অক্টোবর) এই দিনটি আন্তজার্তিক অহিংস দিবস হিসেবে পালন হয়ে আসছে। আসুন আমরা জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সংঘাত বিহীন সম্প্রীতির প্রীতির আবদ্ধে একসাথে মিলিত হই এবং সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখি।
লামা : আমাদের লামা প্রতিনিধি জানায়, বান্দরবানের লামা উপজেলায় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উদ্যোগে ও ইউএনডিপি এবং এসআইডি-সিএইচটি’র অর্থায়নে পালন করা হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস’। এ উপলক্ষে শুক্রবার সকালে সংস্থার উপজেলা কার্যালয় থেকে ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এক র্যালি বের করা হয়। র্যালিতে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে পৌরসভা মিলনায়তনে সংস্থার সামাজিক সম্প্রীতি প্রকল্পের মেহেরুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এতে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগম, সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ক শিক্ষক মো. ফরিদ উল্ আলম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুচা মার্মা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।