লোহাগাড়ায় পৃথক অভিযানে ৫৫ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথকভাবে চট্টগ্রাম শহরমুখী দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পিকআপ জব্দ এবং দুই যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই গোলাম কিবরিয়া। গত ২৩ জুলাই রাত পৌনে ৯টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট বিট এলাকায় একটি পিকআপের গতিরোধ করে পুলিশ। তল্লাশি চালিয়ে এ গাড়ি থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা। এ সময় আটক করা হয় চালক মো. রাসেল (৩৬) নামে পাচারকারীকে। রাসেল কুমিল্লার কোতোয়ালী কাপ্তান এলাকার বাসিন্দা মৃত বাবুল মিয়ার পুত্র।
অপরদিকে, একইরাত সাড়ে ১১টায় লোহাগাড়া সদর ইউনিয়নের লোহাগাড়া দীঘির পাড়ে প্রাইভেটকারের গতিরোধ করে পুলিশ। তল্লাশিকালে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায় এ কারে। আটক করা হয় চালক ও ইয়াবা পাচারকারী রনি চক্রবর্তী (৩২) নামে এক যুবককে। সে রাঙ্গুনিয়া তালুকদার পাড়ার হারাদন চক্রবর্তীর পুত্র। শুক্রবার বেলা ১১টায় লোহাগাড়া থানায় স্থানীয় সংবাদকর্মীদের এ তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।