সংবাদদাতা, লামা :
বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে প্রভুধন কর্মকার (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ইয়াংছা বাজার এলাকার গুলির মাঠ পাড়ার বাসিন্দা তপন কর্মকারের ছেলে ও ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
সূত্র জানায়, প্রভুধন কর্মকার ইয়াংছা বাজারের হাবিবুলস্নাহর মার্কেটের পেছনে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ছাগল চড়াতে যায়। এ সময় সে অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রভুধন কর্মকারকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।