সংবাদদাতা, লামা :
বান্দরবানের লামা উপজেলায় ভাড়ায় চালিত মোটর সাইকেল থেকে পড়ে চিংহ্লামে মার্মা (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার সুয়ালক সড়কের শিলের ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। চিংহ্লামে মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের বুড়ির ঝিরি গ্রামের বাসিন্দা চিং থুই প্রম্ন মার্মার মেয়ে।
শনিবার বিকালে লামা বাজার থেকে চিংহ্লামে মার্মা ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে গজালিয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের শীলেরঝিরি স্থানে পৌঁছলে দুর্ঘটনা ঘটে। এতে চিংহ্লামে মার্মা পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা তাকে দ্রম্নত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপেস্নক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক চিংহ্লামে মার্মাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে স্বজনেরা রাত ১০টার দিকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে মারা যান চিংহ্লামে মার্মা।
























































