নিজস্ব প্রতিনিধি, রাউজান :
করোনার প্রার্দুভাবে রাউজানে সরকারের নির্দেশনা অনুসারে অনাড়ম্বরভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিমা বিসজর্নে কোন শোভাযাত্রা হবেনা। মন্ডপে লোকসমাগম করতে পারবেনা। রাত ৯টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। গত ১৯ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তারা একথা বলেন। রাউজান উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চেয়ারম্যোন প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান রোকন উদ্দিন, প্রকাশ শীল, ম্যালকম চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, র্যাব কর্মকর্তা আহম্মদ উল্লাহ, রাউজান হাইওয়ে থানার ওসি জুবাইর, চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী প্রমুখ ।