এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে ফারাজ করিম চৌধুরী
নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানে লেখপড়ার চর্চা থাকবে। রাউজানে কোন মাদকের স্থান হবেনা। রাউজানের কোন দরিদ্র পরিবারের সন্তান অর্থের অভাবে লেখাপড়া করতে কষ্ট হলে, দরিদ্র পরিবারের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। রাউজানে কোন মাদক ব্যবসা ও মাদক সেবন চলবেনা। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী যে হোক না কেন তাদের প্রতিরোধ করে রাউজানকে মাদকমুক্ত করতে হবে। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নামে গঠিত এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ পুত্র রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী একথা বলেন। ৭নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭নম্বর রাউজান ইউনিয়ন পরিষদ মাঠে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে রাউজান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এনামুল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাদারন সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন । অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জুিসম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ, তসলিম উদ্দিন চৌধুরী, সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, যুবলীগ নেতা লিটন, ইসাহাক ইসলাম, মেম্বার প্রবাস কল্যান বড়–য়া, জহির উদ্দিন, আবদুল নবী, প্রভাত পাল কালু, এখতেয়ার উদ্দিন, প্রমুখ।