রাউজানে মাটি খেকোরা গিলে খাচ্ছে ফসলী জমি

নিজস্ব প্রতিনিধি, রাউজান »

রাউজানের পশ্চিম ডাবুয়া ও নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর এলাকায় সর্তার খালের তীরে ফসলী জমিতে কৃষকের রোপণ করা আখ ক্ষেত, ফলের বাগান, সব্জির ক্ষেতসহ ফসলী জমি সর্তার খালে বিলিন হচ্ছে সর্তার খাল থেকে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলনের ফলে । রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া জমিদার ভৈর সওদাগারের বাড়ীর পশ্চিমে ও নোয়াজিশপুর ইউনিয়নের পুর্ব সীমান্তে ফতেহ নগর, পশ্চিম ডাবুয়া গনির ঘাট এলাকার ফসলী জমি রয়েছে ।
সর্তার খালের তীরে এই ফসলী জমির মাটির উর্বরতা বেশী হওয়ায় এলাকার কৃষকেরা ফসলী জমিতে আখ ক্ষেত, মাল্টা, পেয়ারা, কলার চাষ করে। পাশাপাশি ফসলী জমিতে সব্জি ক্ষেত এর চাষাবাদ করে। পশ্চিম ডাবুয়া, নোয়াজিশপুর ইউনিয়নের পুর্ব সীমান্তে ফতেহ নগর এলাকার ফসলী জমি থেকে উৎপাদিত আখ, ফল, কলা, সব্জি বাজারে বিক্রয় করে কৃষকেরা তাদের পরিবার পরিজন নিয়ে জিবিকা নির্বাহ করে।
গত এক বছর ধরে সর্তা খালের মধ্যে চিকদাইর, ডাবুয়া, নোয়াজিশপুরের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সিন্ডিকেট করে সর্তার খালের মধ্যে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন ও খালের জেগে উঠা চরের মাটি এসকেভেটার দিয়ে কেটে নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় ড্রাম ট্রাক ভর্তি করে বিক্রয় করছে ।
খালের চর কাটা মাটি ড্রাম ট্রাকযোগে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করেন ।
সর্তা খালের মধ্যে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন ও খালের জেগে উঠা চর থেকে মাটি কেটে নেওয়ায় ফসলী জমিতে কৃষকের গড়ে তোলা আখ ক্ষেত, মাল্টা, পেয়ারা, পেপেঁ, কলা, সব্জি, লেবু সহ জমি সর্তার খালের মধ্যে বিলিন হয়ে যাচ্ছে। কৃষকেরা সর্তার খালের মধ্যে তাদের ফল, সব্জি, আখ, কলা, পেয়ারা, পেঁপে, মাল্টা লেবু ক্ষেত খালের মধ্যে বিলীন হলে ও সর্তার খালের বালু খেকো ও মাটি খেকো প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ।
কয়েকজন কৃষক তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে সর্তার খালের তীরে ফল, আখ, সব্জি ক্ষেতের চাষাবাদ করেছি । বালু খেকো ও মাটি খেকোদের কারণে ফসলী জমির ফসলসহ জমি সর্তার খালের মধ্যে বিলীন হতে চলেছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।