নিজস্ব প্রতিনিধি, রাউজান
রাউজানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় ৫০ জন গৃহহীন ও ভুমিহীন পরিবারকে ঘর নির্মান কাজ শুরু । রাউজান উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৫০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মান কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । গতকাল ১৫ নভেম্বর বিকালে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের মফজ¦ল বাবুচির বাড়ীর মৃত আফাজ উল্ল্যাহর স্ত্রী ছানোয়ারা বেগমকে একটি ঘর নির্মান করে দেওয়ার কাজের ভিত্তিপ্রস্থর প্রদানের মাধ্যমে রাউজানে ৫০জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের ঘর নির্মানের কাজ উদ্বোধন করা হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ভুমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন, রাউজান উপজেলঅ প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ প্রমুখ ।