করোনা প্রতিহত করতে প্রয়োজন সবার সচেতনতা
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাধ্যমে চকরিয়া পৌরবাসীর সুরক্ষা নিশ্চিতে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ শুরু হয়েছে। গত শনিবার চকরিয়া পৌরসভার মেয়রের সার্বিক সহযোগিতায় যুব পরিষদসহ বিভিন্ন সংগঠনের সৌজন্যে পৌর সদরে জনগনের মাঝে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেয়র আলমগীর চৌধুরী।জানা গেছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের দেয়া বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও, সাধারণ মানুষের মাঝে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজার বিষয়টি লক্ষ্যনীয় না। এই করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ‘ নো মাস্ক, নো সার্ভিস’, অর্থাৎ মাস্ক পরিধান ছাড়া কাউকে কোন সেবা দেয়া হবে না বলে নির্দেশনা জারি করলেও তা মানছেনা অনেকে। তাই চকরিয়া যুব পরিষদ সামাজিক দায়বদ্ধতার আলোকে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, করোনার শুরু থেকেই চকরিয়া উপজেলায় বিভিন্ন সংগঠন জন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পৌর কর্তৃপক্ষ মাঠে রয়েছে। সকল স্তরের লোকজনকে নিজেদের মধ্যে সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক মোসলেহ উদ্দীন মানিক, মিজবাউল হক, আসাদুজ্জামান তওহিদ, ডা. মো আবু তালেব, রফিকুর রহমান, সাকিবুর রহমান কলিম, মো ইউনুছ, সাজ্জাদুল ইসলাম প্রমুখ।