নিজস্ব প্রতিনিধি, মহেশখালী »
কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদের এক চৌকিদারের অবৈধ আয়েত্বে থাকা অবস্থা থেকে ২৬ বস্তা সরকারি ত্রাণ (বিজিডি)’র চাল উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় উপকারভোগীর ১০টি ত্রাণের কার্ডও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, উপজেলা প্রশাসনের কাছে গোপন সংবাদ ছিলো উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চৌকিদার মোহাম্মদ আব্দুস সাত্তারের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের চাল সরিয়ে রাখা হয়েছে। তথ্যটি জানার পর তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে বিতরণের জন্য সরকারি ভাবে দেওয়া এ সব চাল উদ্ধারের জন্য তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। ৬ জুলাই বিকেলে মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্ব উপজেলা প্রশাসনের একটি ইউনিট ছোট মহেশখালীর সিপাহীর পাড়া এলাকার ওই ওই চৌকিদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।