নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি :
খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেডিক্যালসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গত ২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল সামগ্রীসহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, ২৩তম শান্তি চুক্তি উপলক্ষে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের চিকিৎসার সুবিধার্থে মেডিকেল সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়। নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী জনসেবামূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।