বিধবাকে নতুন ঘর দিলে নতুন মেয়র

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :

পৌর নির্বাচনের আগে গণসংযোগে যান মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন।

তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গিয়ে  দেখতে পান সামসুর নাহার নামে এক বিধবার থাকার ঘর নেই। তখন তিনি প্রতিশ্রুতি দেন ওই বিধবাকে ঘর করে দেবেন। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার ১ মাসের মধ্যে চার কক্ষ বিশিষ্ট একটি টিন সেট ঘর করে দেন মেয়র রেজাউল করিম খোকন।

ইতিমধ্যে ওই বিধবা নতুন ঘরে বসবাস করতে শুরু করেছে। জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের  কেরামত আলী বাড়ি বিধবা শামসুর নাহার স্বামী মফিজুর রহমানকে হারান অনেক আগে। স্বামীকে হারিয়ে ভাঙ্গাচোরা একটি ঘরে বসত করে আসছিলেন তিনি। ৮ ছেলেমেয়ের মধ্যে মেয়েদের সকলকে বিয়ে দিয়েছেন। তিন ছেলে বিয়ে করে আলাদা হয়ে যায়।

গত শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে ঘরটির উদ্বোধন করা হয়েছে।

বিধবা শামসুর নাহার জানান,  নতুন মেয়র আমাকে নতুন ঘর দিয়েছে। আমি খুব খুশি। এইবার ঝড় বৃষ্টিতে কোন ভয় নেই।

বারইয়ারহাট পৌর মেয়র  রেজাউল করিম খোকন জানান, ইচ্ছা শক্তি থাকলে ভালো কিছু করা যায়। আমরা ইচ্ছা ছিল ওই বিধবাকে দ্রুত ঘর করে দেব। তাই দিয়েছি। শুধু শামসুর নাহার  নয় বারইয়ার পৌরসভায় যারা গৃহহীন তাদের নতুন ঘর তৈরি করে দেয়ার প্রচেষ্টা থাকবে আমার।