বান্দরবান হাসপাতালে ৯টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল স্বেচ্ছাসেবী সংগঠন

সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবান সদর হাসপাতালে করোনা  রোগীর চিকিৎসায় সত্তর হাজার টাকা দামের ৯ টি অক্সিজেন  কনসেন্ট্রেটর দিল স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবান পরিবার। মঙ্গলবার সকালে বান্দরবান জেলা পরিষদের হলরম্নমে সিভিল সার্জন ডা.অং সুই প্রম্ন মার্মার হাতে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে  দেন বান্দরবান পরিবারের সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সিভিল সার্জন ডা.অং সুই প্রম্ন মার্মা ডেপুটি সিভিল সার্জন ডা. মং টিং নু পার্বত্য মন্ত্রীর সহকারী একান- সচিব সাদেক হোসেন চৌধুরী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলার সভাপতি রাজু বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এসময় করোনা চিকিৎসায় নিয়োজিত করোনা ইউনিটে দায়িত্ব পালনকারীদের জন্য বান্দরবান পরিবারের পড়্গ থেকে বিশুদ্ধ পানিসহ বিভিন্ন স্বাস’্য সামগ্রীও তুলে দেয়া হয় সিভিল সার্জনের হাতে।

বান্দরবান পরিবারের সমন্বয়ক রাশেদ চৌধুরী বলেন, বান্দরবান হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন না থাকায় আমরা এ উদ্যোগ নিয়েছি। অক্সিজেন সিলিন্ডার দিলে সেগুলো আবার রিফিল করতে হয় তাই আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি যেটি বাতাস থেকে অক্সিজেন উৎপন্ন করবে। রিফিল করার প্রয়োজন হবে না