পহরচাঁদায় বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি জাফর
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে চার কোটি টাকা বরাদ্দে একটি নতুন ভবন পাচ্ছেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম পহরচাঁদা এমএ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত শনিবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। বরইতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম বাদলের সভাপতিত্বে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পাল, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, সামসুদ্দিন চৌধুরী, সেলিম উল্লাহ বাহাদুর, ফিরোজ আহমদ, মেম্বার আবদুস শুক্কুর, আইয়ুব খান মিন্টু, মোহাম্মদ হানিফ, আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছেন। সেই আলোকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নয়নে ঢেলে সাজাচ্ছেন। পাশাপাশি শিক্ষকদের কল্যাণে যেমন কাজ করছেন, তেমনি শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক গড়তেও কাজ করছেন।তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় শিক্ষাকে প্রাধান্য দিয়েই দায়িত্ব পালন শুরু করেছি। যার প্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অন্তত ৩৩টি কলেজ মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ে চার তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জোর পদক্ষেপ নিয়েছি। আগামীতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।