কাটাখালীতে মসজিদ সম্প্রসারণ কাজ উদ্বোধনে এমপি জাফর
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের উধ্বর্মুখী সম্প্রসারণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।গত শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গনে উপস্থিত থেকে ঢালায় কাজের মাধ্যমে মসজিদের দ্বিতীয় তলা ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি সম্পাদক কমিটির সকলস্তরের সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেছেন, অতীতের যে কোন সরকারের তুলনায় জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের মর্যাদা অক্ষুন্ন রাখতে নিরলশভাবে কাজ করছেন। সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেম-ওলামাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্মের মর্যাদা বিকশিত করতে ও এ দেশের আলেম-ওলামাদের অধিকার নিশ্চিত কল্পে ইসলামিক ফাউন্ডেশন প্রবর্তন করেন। তারই ধারাবাহিতকার অংশ হিসেবে জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সরকারের আমলেও পবিত্র ইসলাম ধর্মের মর্যাদা অক্ষুন্ন রাখতে এবং আলেম-ওলামাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। সেই আলোকে আগামীতে কোরআন প্রেমী জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে চকরিয়া- পেকুয়া উপজেলার প্রতিটি মসজিদ মাদ্রাসায়।তিনি বলেন, বিপথগামী কিছু মানুষের অনৈতিক কাজের কারনে এদেশের আলেম-ওলামারা ভুলক্রমে নানাভাবে অবহেলিত এবং বঞ্চনার শিকার হচ্ছে। কিন্তু সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত আলেম-ওলামাদের পরিচয় নিশ্চিত করে তাদের মর্যাদা রক্ষা করছেন। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে ধর্মের দোহাই দিয়ে কেউ বিপদহথগামী হতে না পারে। সেই ক্ষেত্রে আলেম-ওলামাদেরকে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মের কোন ধরনের সংঘাতের স্থান নেই। ইসলাম ধর্ম আমাদেরকে যুগে যুগে শিক্ষা দিয়েছে শান্তিপুর্ণভাবে কিভাবে সমাজ ও দেশ চলবে।