আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বক্তারা
আলীকদম : আমাদের আলীকদম প্রতিনিধি জানায়, বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আলীকদম ফায়ার সার্ভিস ইউনিট অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করে। পরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবালের সভাপতিত্বে আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এবং এর বাইরের এলাকায় দুর্যোগের ধরন এক নয়। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হওয়ার পেছনে মানুষই বেশি দায়ী। পরিবেশের সাথে বৈরী আচরণের কারণে পাহাড়ি এলাকায় দুর্যোগগুলো ভয়াবহ আকার ধারণ করে। তার মধ্যে অন্যতম হল পাহাড় কাটা, পাথর উত্তোলন এবং বৃক্ষ নিধন। এসব কারণে পাহাড় ধস, নদী ভরাট হয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ইত্যাদি সৃষ্টি হয়। এছাড়া সাইক্লোন বা ঘুর্ণিঝড় সৃষ্টির পেছনের অন্যতম কারণগুলোর মধ্যেও প্রকৃতির সাথে বৈরী আচরণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সুতরাং এখনই সচেতন হতে হবে যাতে প্রকৃতির উপর কোন প্রকার প্রভাব না পড়ে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার ওসি (তদন্ত) মো. শাহ জাহান, মো. নাছির উদ্দিন, ধুংড়ি মার্মা, হাসান মাহমুদ প্রমূখ।
রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলেচনা সভা অনুষ্টিত হয়। গত১৩ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান খান, আবদুল্ল্যাহ আল মামুন, অফিসার শাহ ই জাহান, সজল চন্দ্র চন্দ, আকলিমা আকতার, সুবর্না সুমাইয়া প্রমুখ ।
চন্দনাইশ : আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানায়,দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালন উপলক্ষে ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ২০১৯-২০২০ অর্থ বছরে সারাদেশে ১৭ হাজার ৯টি দুর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণ অনুষ্ঠান বিটিভির মাধ্যমে একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে চন্দনাইশে ২০১৯-২০২০ অর্থ বছরে ১৮টি দুর্যোগ সহনশীল বাসগৃহ উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মৌলানা মো. সোলায়মান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা প্রমুখ। উপজেলা সহকারী প্রোগ্রামার খালেদ মোশারফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম। দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমানো, টেকসহ বেড়িবাঁধ নির্মাণে সরকারি পদক্ষেপ নিয়ে বক্তারা সভায় বিস্তারিত আলোচনা করেন।
আনোয়ারা : আমাদের আনোয়রা প্রতিনিধি জানায়,‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ শ্লোগানে চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং এনজিও সংস্থা সংশপ্ত, বর্ণালী, উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থা ও নির্মল ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
এসময় বিআরডিবির কর্মর্কতা মো. ইমরান হোসেন, সাইফুল ইসলাম, দুলাল কুমার মিত্র, নুরুল আবছার তালুকদার, রিফাত হোসেন, ওয়াহেদ তালুকদার, জয়নাব বেগম বাপ্পি।