নিজস্ব প্রতিনিধি,পটিয়া
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসুচির উদ্বোধনকালে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, শিশুদের স্বাস্থ্যের পুষ্টি সাধনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। তাই শিশুদের সময়মত ভিটামিন ‘এ’ প্লাাস খাওয়াতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের এপিএস হাবিবুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাছান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাবেদ, ওসি বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডা. সৌমেন বড়–য়া, উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. জাকিয়া মমতাজ, আবদুল খালেক, চেয়ারম্যান এম এ হাসেম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, এম এন এ নাছির, মুজিবুল হক চৌধুরী নবাব, সাইফুল্লা পলাশ, রফিকুল আলম, নজরুল ইসলাম, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিল প্রমুখ। উল্লেখ্য, ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী সাড়ে ৮ হাজার শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১-৫ থেকে বছর বয়সী ৭ হাজার ২ শ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পার্শ¦বর্তী উপজেলা কর্ণফুলিসহ মোট ৫শ২৮টি কেন্দ্রে। ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।