নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান উপজেলার ২নম্বর ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভবনটির নির্মান কাজ শুরু হয় গত ২০০৭ সালে। গত ২০০৯ সালে নির্মানকাজ শেষ হয় ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবনের। ভবনের নির্মান কাজের সময়ে ভবনের নিচ তলায় ও উপরের তলায় কাঠের দরজা ও জানালা লাগানো হয় । ভবনটি নির্মাণের ১১ বছরের মধ্যে ভবনের সব দরজা জানালা নষ্ট হয়ে যায়। ৪৫লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মান কাজ করেন মেসার্স চৌধুরী এন্টারপপ্রাইজ। ভবনটি নির্মাণকাজের সময়ে নিম্নমানের কাঠ দিয়ে ভবনের দরজা ও জানালা লাগানোর ফলে ভবনের দরজা ও জানালা নষ্ট হয়ে যায়। ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবনের দরজা ও জানালা নষ্ট হয়ে যাওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯ লাখ টাকা ব্যয়ে ভবনের পুরাতন নষ্ট হয়ে যাওয়া দরজা জানালা খুলে ফেলে দিয়ে নতুন করে দরজা জানালা লাগানো, ভবনের ফ্লোরে টাইলস, শৌচাগার মেরামত, পানি সরবারাহের লাইন মেরামতের কাজ করছেন। ঠিকদারি প্রতিষ্ঠান মেসার্স তাসফিয়া এন্টারপ্রাইজ ভবনের মেরামতের কাজ করছে। ভবনের নষ্ট হয়ে যাওয়া পুরাতন দরজা জানালা খুলে ফেলে দিয়ে ভবনে নতুন করে দরজা ও জানালা লাগানের কাজ করছেন। এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলি আবুল কালাম বলেন, ঝড় বৃষ্টির পানিতে ভিজে ভবনের দরজা ও জানালা নষ্ট হয়ে যাওয়ায় ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবনের নষ্ট হয়ে যাওয়া দরজা জানালা খুলে ফেলে দিয়ে নতুন করে দরজা জানালা লাগানোসহ ভবনের ফ্লোরে টাইলস, শৌচাগার মেরামত, পানি সরবরাহের লাইন মেরামতের কাজ করা হচ্ছে।