চকরিয়ায় প্রতিবাদ সমাবেশে জাফর আলম
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে দেশবিরোধী আর্ন্তজাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে আগের দিন চকরিয়া উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ জাফর আলম। ৮ ফেব্রুয়ারি চকরিয়া পৌরশহরের কাজী মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী এবং প্রচার সম্পাদক আরিফ মাঈনউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, প্রচার সম্পাদক আবু মুছা দুবাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোস্তম শাহরিয়ার, অধ্যাপক একেএম সাহাবুদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আবু তালেব, আমান উল্লাহ আমান, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশিরুল আইয়ুব, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, কাউন্সিলর রেজাউল করিম, সেলিম সিকদার লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, ফরিদুল আলম, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা আওয়ামী লীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আকিত হোসেন সাজিব, চকরিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। সমাবেশে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি-জামায়াত চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইতোমধ্যে আল জাজিরা নামক আর্ন্তজাতিক গণমাধ্যমে বাংলাদেশ সরকারের ভাবমুর্তি ক্ষুন্নে অপপ্রচারের মাধ্যমে দেশের শান্তিকামী জনগণকে বিভ্রান্ত করতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা করা হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলর নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক এম নুরুস শফি, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছফুর আলম, ৪ নং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা.রতন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কমিশনার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন।