নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা :
দীঘিনালায় চলছে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন। সরকারের ইজারা দেওয়া বালু মহালের বাইরে অবৈধভাবে মেশিন দিয়ে ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।
গত রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ২৭ কি.মি. দুরে দীঘিনালা-লংগদু সড়কের বগাপাড়া এলাকায় রাঙ্গাপানি ছড়া থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু তোলায় ব্যাস্ত তিন শ্রমিক নয়ন (১৯), রাজু (২৫) এবং টিপু (৪০)। তারা জানান, প্রতি ফুট বালু ১৫টাকা দরে বিক্রি করা হয়। ১শ ফুট বালু বহন করতে পারে এমন গাড়িতে প্রতিদিন কয়েক গাড়ি বালু বিক্রি হয়। এসব বালু রাঙামাটির লংগদু উপজেলার উন্নয়নমূলক কাজে এবং ব্যক্তিগত কাজের জন্য ঠিকাদাররা ক্রয় করে নিয়ে যান। তারা বেতন নিয়ে শ্রমিক হিসেবে কাজ করছেন; মূলত বালু উত্তোলন করাচ্ছেন লংগদুর ইসলামাবাদ এলাকার জনৈক সরোয়ার হোসেন (৪৫)। তবে সরোয়ারের সন্ধান পাওয়া যায়নি। শ্রমিকদের নিকট থেকে নেওয়া সরোয়ারের মোবাইল নাম্বারে কয়েকবার ফোন দিয়েও সেটি বন্ধ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের ইজারা দেওয়া বালু মহাল দীঘিনালায় মাত্র ১টি। সেটি হলো উপজেলা সদরের অদুরে মাইনী নদীর মাইনীব্রিজ এলাকায়। সেটির ইজারাদার মো. নুরহোসেন (২৮) জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির কারণে ইজারাদারগন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ইজারা দেওয়া বালুমহালের বাহির থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের ব্যবস্থা গ্রহন জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ স্থানীয় সাংবাদিকদের জানান, বিষয়টির খোঁজ নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।