পটিয়ায় মাচা প্রদ্ধতিতে ছাগল পালনে উৎসাহ
নিজস্ব প্রতিনিধি,পটিয়া :
অসহায় ও ভূমিহীন মানুষ এতদিন পেয়েছেন থাকার ঘর। এবার ছাগলও পেয়েছে থাকার ঘর। মাচা পদ্ধতিতে ছাগল পালনে উৎসাহিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বস্ন্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ খামারিকে ঘর, ভিটামিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন। সোমবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ব্যতিক্রমী ও উৎসাহমূলক প্রকল্পের ঘরসহ সরঞ্জাম প্রদান করেন। এসময় উপসি’ত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারম্ননুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জপু চক্রবর্ত্তী, হুইপের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রণব দাশ, যুবলীগ নেতা এনাম মজুমদার, সার্জন সুব্রত সরকার।
অনুষ্ঠানে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগল গরিবের গাভী বলেও পরিচিত। স্বল্প আয়ের মানুষ কিংবা অল্প বিনিয়োগে সক্ষম ব্যক্তিরা অল্প জায়গায় খুব সহজেই ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারেন। বস্ন্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের দেশের নিজস্ব জাত। এই জাতের ছাগলের মাংস সুস্বাদু এবং চামড়া উন্নত মানের হওয়ায় দেশে বিদেশে জনপ্রিয়।