চন্দনাইশ গাউসিয়া কমিটি পেল কেন্দ্রীয় আওয়ামী লীগের অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ  »

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ টিমকে রোগী ও মরদেহ পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।

শনিবার আনুষ্ঠানিকভাবে এম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ূম  চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  অ্যাডভোকেট আফজাল   হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও  দক্ষিণ  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ূম  চৌধুরী  গাউসিয়া কমিটি বাংলাদেশের   চেয়ারম্যান আলহাজ  পেয়ার   মোহাম্মদ কমিশনার, গাউসিয়া কমিটি বাংলাদেশের করোনা   রোগী  সেবা ও কাফন দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট   মোসাহেব উদ্দিন বখতিয়ার এবং চন্দনাইশ উপজেলার প্রধান সমন্বয়ক, উপজেলা ভাইস   চেয়ারম্যান মাওলানা   সোলাইমান ফারুকীর কাছে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য নাসির হায়দার বাবুল,   মোহাম্মদ আরিফ,   মোহাম্মদ কাউছার, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবদুর রব শাহিন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম   সেন্টু, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ট্রাস্ট   সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ট্রাস্ট সদস্য আবু ফয়েজ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আ.ন.ম হাছান   চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ   জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহি, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ  মোহাম্মদ আবদুল্লাহ, দক্ষিণ   জেলার প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা আবদুল গফুর খান, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ   জেলার গণশিক্ষা বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিপুল তালুকদার, সদস্য   মো. ছাহেল, রয়েল দাশ, সংগঠক তাহমিদুর রহমান   চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ   মোস্তফা কামাল সহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং  বিভিন্ন সামাজিক সংগঠনের অন্য নেতৃবৃন্দ।