নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন অসহায় দুস্থ পরিবারের পাশাপাশি চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সৌদি আরবের মদিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ’র সদস্য লায়ন রফিকুল ইসলাম।
১২ জুলাই দুপুরে পৌরসভা সদরস্থ আমিন উল্লাহ্ শাহ মাজার প্রাঙ্গণে পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এ উপলক্ষে পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক এম. কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ফরিদুল আলম চৌধুরী, পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ন সম্পাদক মাঈন উদ্দীন বাচা, পৌরসভা মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শিরিন আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, মোহাম্মদ ফারুক, ওসমান গণি, রবিউল ইসলাম রোকন, মোহাম্মদ হোসাইন, কাজী ফখরু, মোরশেদ, মোহাম্মদ সোহেল, মোনায়েম খান, যুবলীগ নেতা রেজাউল করিম, নুরুল আজম, তানভীর, রুবল উদ্দীন, উপজেলা ছাত্রলীগ নেতা আবীর হাসান সিদ্দিকী শাহরুনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণকালে লায়ন রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। বৈশ্বিক এই মহামারি যতদিন থাকবে ততদিন গরীব অসহায় মানুষের পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও লক্ষ রাখার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর সেই নির্দেশনার আলোকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের পাশাপাশি অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে আমার সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার প্রদানের চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।