নিজম্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় সম্পূর্ণ ফ্রি মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ পাচ্ছেন দুই শতাধিক নারী। ১০ জন প্রশিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে সাহারবিল ইউনিয়নের আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। নারীদের স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগটি নিয়েছেন ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস ও আছিয়া-কাসেম ট্রাস্ট।গত বুধবার বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। এতে বিশেষ অতিথি ছিলেন আছিয়া কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, সরকারি মুজিব কলেজের প্রভাষক মিনারুল ইসলাম, ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগিব আহসান, ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশের কো-ফাউন্ডার আশরাফুল ইসলাম সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন নারী সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘নারীর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেমন দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবে, তেমনি ভবিষ্যত নিরাপত্তার জন্য প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ পাবে।’আছিয়া-কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বলেন, ‘ আছিয়া-কাশেম ট্রাস্ট সবসময় জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতেও এইরকম মহতী উদ্যোগে সহায়তা করে যাবে।’