রাউজানে আশা জাগাচ্ছে চাষিদের
নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান রশিদর পাড়ার কৃষক আবুল কালাম ৪শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করেছেন। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় কৃষক আবুল কালাম গত ৩০ জুন ৪শতক জমিতে কৃষি অফিস থেকে দেওয়া গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপন করেন। বারী -৪, ৮ জাতের গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপন করার পর রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তা ও পরামর্শে গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেতের পরিচর্যা করেন কৃষক আবুল কালাম । কৃষক আবুল কালামের গ্রীস্মকালীন টমোটোর ক্ষেতের চাষাবাদে টমোটোর ফলন এসেছে । প্রতি গাছে ২৫ থেকে ৩০টি টমেটো ধরেছে । কৃষক আবুল কালাম বলেন, রাউজান উপজেলা কৃষি অফিস থেকে টমেটোর চারা সার দেয়া হয়েছে। টমেটোর ক্ষেতের চাষাবাদ করতে জমির উপর ছাউনি, ঘেরা দেওয়্ াও চারা রোপন করা বাবদ খরচ হয়েছে ৩০ হাজার টাকা। টমেটো ক্ষেতে ফলন আসার পর প্রতি কেজি টমেটো ৮০ টাকা করে সবজি ব্যবসায়ীদের কাছে কৃষক আবুল কালাম বিক্রি করছেন বলে জানান। বাজারে বর্তমানে প্রতি কেজি টমেটো ১শ থেকে ১শ দশ টাকা করে বিক্রি করা হচ্ছে। কৃষক আবুল কালাম বলেন এ পর্যন্ত একমন টমেটো বিক্রি করেছেন। টমেটো ক্ষেত থেকে আরো ২০ মণের অধিক টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষক আবুল কালাম। রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় চন্দ বলেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ, সার সহ সকল প্রকার সহায়তা করে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করতে কৃষক আবুল কালামকে উদ্বুদ্ধ করলে কৃষক আবুল কালাম গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করেন। কৃষক আবুল কালাম গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদে সফল হয়েছেন ।