নিজস্ব প্রতিনিধি, কাউখালী
রাঙামাটি কাউখালী সদরে প্রথমবারের মত করোনাক্রান্তিতে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কাউখালী উপজেলা মাঠে এই বিক্রয় শুরুহয়।
সাপ্তাহে দুই দিন বিক্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা মাঠে গিয়ে দেখা গেছে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি করোনাকালে বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও টিসিবি’র পণ্য সামগ্রী সংগ্রহ করছেন। খোলা বাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছে অসংখ্য নারী-পুরুষ। বিক্রয় স্থানে নিম্ন আয়ের মানুষের তুলনায় মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি দেখা গেছে।
ক্রেতারা বলছেন, মহামারি করোনাকালে আর্থিকভাবে কঠিন পরিস্থিতি হওয়ায় এবং রমজান আসন্ন হওয়ায় ন্যায্যমূল্যে পাওয়াতে খুবই উপকার হচ্ছে। নিয়মিত এসব বিক্রি করলে সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি পাবে।
টিসিবি থেকে বিক্রয় করা প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকা, চিনি ৫৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা, ছোলা ৫৫ টাকা ও খেজুর ৮০টাকা দরে বিক্রি করা হয়।