নিজস্ব প্রতিনিধি,আলীকদম :
বান্দরবানের আলীকদমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার এস এম কাইছার ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার তালের বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। স্থানীয়দের উদ্বুদ্ধ করা গেলে আরো প্রয়োজনীয় পরিমান তাল বীজ সরবরাহ করার কথাও জানিয়েছেন তিনি। এই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার তালের বীজ রোপন করা হয়েছে। গত মঙ্গলবার এই কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলার ৩নম্বর নয়াপাড়া ইউনিয়নের ভুজিরমূখ এলাকায় এসব তাল বীজ রোপন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, লামা বনবিভাগের আওতাধীন তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ। এসময় বন কর্মকর্তা কউছার বলেন, বর্তমান সময় বজ্রপাতে বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। প্রতিনিয়তই লোকজন মারা যাচ্ছে। তাল গাছ এমন একটি গাছ, এটি বজ্রপাতকে টেনে নিয়ে দুর্বল করে দেয়।
যার ফলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে তালের বিস্তার অনেক কম। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে যদি কেউ তাল বীজ রোপন করতে চায় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে চারা সরবরাহ করবো।