স্বাধীনতা দিবসের সভায় মোছলেম উদ্দিন এমপি
‘২৬ মার্চ আমাদের বাঙালির বন্দিদশা হতে মুক্তির দিন। গোলামীর জিঞ্জির ভেঙ্গে নিজস্ব আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ের দিন। বহুকাল বহুজনের চেষ্টার পরিসমাপ্তি ঘটিয়ে বঙ্গশার্দুল শেখ মুজিব বাঙালির জন্য বিধাতার আশীর্বাদ হয়ে এসে তার মোহনীয় নেতৃত্বে নতুন স্বপ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন দেশ আমাদেরকে এনে দিয়েছেন। অকৃতজ্ঞের মতো যারা আজো স্বাধীনতা নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, তারাই ষড়যন্ত্রের মধ্যদিয়ে স্বাধীনতার সুফল বেশি ভোগ করেছিল এবং ক্ষমতার স্বাদও উপভোগ করেছিল বেশি।’ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এসব কথা বলেন।
বিজয় কুমার বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, শাহনেওয়াজ হায়দার শাহীন, আবদুল কাদের সুজন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, অ্যাডভোকেট কামরুন্নাহার, চেয়ারম্যান নাছির আহমদ, ছিদ্দিক আহমদ বি কম, আয়ুব আলী, এ কে আজাদ, কুতুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মোহাম্মদ জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম, মমতাজ উদ্দিন, ডা. আর কে রুবেল, অ্যাডভোকেট কামেলা খানম রূপা, জীবন আরা বেগম, এম এ রহিম, দক্ষিণ জেলা ছত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি