নিজস্ব প্রতিবেদক »
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ও বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির তবলছড়ি এলাকার বাসা থেকে ফজলে এলাহীকে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ২০২১ সালে করা একটি মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী সুপ্রভাত বাংলাদেশ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।
ফজলে এলাহীকে গ্রেপ্তারের খবর শুনে থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাঙামাটি সাংবাদিক সমিতির নেতারা ফজলে এলাহীর মুক্তি দাবি করেছেন।
গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।