জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে জসিম উদ্দিন বাবুল
জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ নগর উত্তর ও দক্ষিণ জেলা আলোচনা সভা গতকাল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল।
প্রধান অতিথি বক্তব্যে জসিম উদ্দিন বলেন, শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ১৯৭২ সনের ৩১ অক্টোবর সমাজতন্ত্র কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়। আজ অবধি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সংগ্রামে জাসদ অব্যাহত রেখেছে। আজকে দেশের যে পরিস্থিতি তা থেকে উত্তরণের একমাত্র পথ সুশাসন সর্বত্রে প্রতিষ্ঠিত করা।
তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন জোরদার, দখলবাসী, চাঁদাবাজী কঠোর হস্তে দমন করতে হবে। প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। তিনি লালমনিরহাটে ধর্ম অবমাননার নামে একজনকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনার জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরীফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হোসেন, নগর জাসদের সহ-সভাপতি মফিজুর রহমান, নৃপতি রঞ্জন বড়–য়া, শ্রমিক জোট সভাপতি বোধিপাল বড়–য়া, দক্ষিণ জেলা জাসদ নেতা নুরুল আবছার, মো. শামসুদ্দিন, পতেঙ্গা থানার সভাপতি মো. সোলাইমান, শ্রমিক নেতা ইদ্রিস পাটোয়ারী, নগর জাসদের সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, নগর জাসদের নেতা রেজাউল করিম আগ্রাবাদী, ইলিয়াছ ফয়জি, সাইদুর রহমান আরমান, মো. ইউসুফ, যুব জোট নগর সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ছাত্রলীগের সভাপতি তুষার বড়–য়া ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন, শ্রমিক নেতা আবুল কালাম, মো. হাসান, মহিউদ্দিন মোহন প্রমুখ। বিজ্ঞপ্তি