চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানবতার কল্যাণে রেড ক্রিসেন্ট সবসময় ভূমিকা রাখে। রেড ক্রিসেন্ট সেবিকাদের মাঝে যে ডিগনিটি কিট বিতরণ করছে তা সত্যিই প্রশংসনীয়। রেড ক্রিসেন্ট মানুষকে সচেতনতা করতে সবসময় এগিয়ে আসে।
১৬ আগস্ট দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগীতায় চসিকের মহিলা সেবিকাদের মাঝে ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় চসিকের পাশে থাকবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা সেবিকারা নিজেদের চেষ্টায় ভালো কিছু করছেন, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। মানবতাবাদী এবং মানবদরদী মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ও সোসাইটির জাতীয় যুব কমিশনের চেয়ার গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরি পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, আজীবন সদস্য শওকত ওসমান, ইউনিট লেভেল অফিসার মো. আবদুর রহিম আকন প্রমুখ। বিজ্ঞপ্তি