ফটিকছড়ির তরুণ ফয়সাল হত্যা
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি »
আমেরিকার বোস্টনে পুলিশের গুলিতে নিহত ফয়সালের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কমিউনিটি। ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে স্থানীয় কমিউনিটি নেতারা। বুধবার রাতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিহত হয় ফয়সাল (২০)। নিহত ফয়সাল ফটিকছড়ির দাঁতমার এস এম মুজিবুলের সন্তান। ইউনিভার্সিটি অব বোস্টন (ইউম্যাস) এ পড়াশোনা করতেন। তাঁর পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের জেনারেল সেক্রেটারি তানভীর মুরাদ জানিয়েছেন, পুলিশ চাইলে ফয়সাল আরিফকে বাঁচাতে পারতো কিন্তু তাকে গুলি করা হয়েছে যার কারণে সে ঘটনাস্থলে মারা যায়। পুলিশের সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ করেছি আমরা।
বোস্টন ২৫ নিউজের বরাত দিয়ে জানা যায়, মিডলসেক্স জেলা অ্যাটর্নি মারিয়ান রায়ানের মতে, বুধবার বিকেলে ধাওয়া করার পর কেমব্রিজে পুলিশ ২০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রায়ান বুধবার রাতে এক প্রেস কনফারেন্সে বলেন, কেমব্রিজপোর্টের বাসিন্দার কাছ থেকে ৯১১ নম্বরে কল এসেছিল দুপুর ১ টার পরে, একজন লোক একটি অ্যাপার্টমেন্টের জানালা থেকে একটি ছুরি নিয়ে লাফিয়ে পড়েছিল বলে মনে হয়েছিল। লোকটিকে তখন অস্ত্র দিয়ে নিজেকে কেটে ফেলতে দেখা যায় এবং জানালা থেকে তিনি লাফ দিয়ে বেরিয়ে আসেন। অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে সিডনি স্ট্রিট বিল্ডিংয়ের পিছনে একটি গলিতে রক্তাক্ত অবস্থায় কেমব্রিজের সাঈদ ফয়সাল নামে ২০ বছর বয়সী পুরুষটিকে শনাক্ত করেন।