নিজস্ব প্রতিনিধি, রাউজান »
রাউজানে বিয়ের ১৯ দিন পর স্বামীর বাড়ি থেকে জাহেদা আফরিন ওরফে তাইরিন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘি এলাকার গণির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদা আফরিন ওরফে তাইরিন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘীর পাড় এলাকার গণির বাড়ির আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের স্ত্রী।
জানা গেছে, ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিন ওরফে তাইরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ি ৪০ দিন আগে মারা যান। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে ২ পরিবারের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়।
নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।
নিহতের স্বামী ইসমাইল জানান, ১ সেপ্টেম্বর রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসাথে নাস্তা করেছিলাম। কিন্তু কি হয়ে গেল বুঝতে পারছি না।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ জানান, সকাল ৯টার দিকে নিহতের স্বামীর মোবাইল থেকে ফোন করে ঘটনা সম্পর্কে জানানো হয়। এরপর গিয়ে দরজা খোলা অবস্থায় মরদেহ খাটে পরে থাকতে দেখলে পুলিশকে খবর দেওয়া হয়।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।