নিজস্ব প্রতিবেদক »
বায়েজিদে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামসুল আলম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে নিহত এ ব্যক্তি লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের পিতা। এ ঘটনায় ট্রাকচালক ও গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম বায়েজিদ চা বোর্ড কবিরবাগ এলাকার মৃত আফাজুর রহমানের ছেলে। বর্তমানে খুলশী থানাধীন লালখান বাজার টাংকি পাহাড় এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরশাহ বাংলাবাজার লিংক রোডের মুখে বেপরোয়াভাবে এক ট্রাক এসে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকটি মোটরসাইকেলের উপরে উঠে যায়। এ সময় মোটরসাইকেল আরোহীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। চমেক সূত্রে জানা গেছে, ‘দুপুর আড়াইটার দিকে বায়েজিদ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সোমবার দুপুরে শেরশাহ এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি সুপ্রভাতকে বলেন, ‘শেরশাহ বাংলাবাজার লিং রোড এলাকায় ট্রাকচাপায় শামসুল আলম এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২১-০৪১৩) জব্দ এবং চালক শাহীনকে (২৬) আটক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিহত শামসুল আলম চসিক ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের পিতা বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।’