নিজস্ব প্রতিবেদক »
নগরীর বায়েজিদে বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক মোড়ের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিয়াতুল কাউছার (৪৮) কুতুবদিয়ার কৈয়ারবিলের মৃত মৌলভী আব্দুর রহিমের মেয়ে। তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি মো.ফেরদৌস জাহান বলেন, ‘সকালে রাস্তা পারাপার হচ্ছিলেন ওই শিক্ষিকা। বিপরীত থেকে আসা হাটহাজারী টু নিউমার্কেটগামী ৮ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িটি জব্দ এবং চালক মো. রাজিবকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’