বাঙালির শ্রেষ্ঠতম কলঙ্কিত অধ্যায়

জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গতকাল। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন নানা কর্মসূচিতে পালন করে।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : সকাল ১১টায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ : ১৫ আগস্ট সকাল ৯ টায় বন্দর ভবনসহ বন্দরের সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, জলযানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৯.১৫ টায় চেয়ারম্যান ও চবকের সদস্যগণের  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.৪৫ টায় বন্দর ভবন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া সকাল ১০.১৫ টায় বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান প্রধান অতিথি ছিলেন।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় (ভার্চুয়াল) প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে  ও আইআইইউসি’র  রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমানের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, আইআইইউসি’র  প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুুন কবির।

মহানগর জাতীয় পার্টি : চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সংগঠনের চকবাজার কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব হোসেনের সঞ্চালনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু জাফর মাহমুদ কামাল, সহ-সভাপতি মো. সালামত আলী, আবদুল্লাহ মিয়া,  আবু তাহের, শেখ আকতার, ছবির আহমদ, নজরুল ইসলাম, কাজী ফজলে হাসান শাহীন, আবদুর রব, আবদুল কাদের, আতা-ই-রাব্বী তানভীর, আশিকুর রহমান, তপন চক্রবর্ত্তী ঝুনু, সুমন বড়–য়া, জহিরুল ইসলাম, রাশেদুল হক খোকন, আবু হাসান, জোবাইদা হাসান জুলি, মহিলা পার্টির নেত্রী সুলতানা রহমান, রোকেয়া সুলতানা, পারুল আকতার, নাহিদ সুলতানা প্রিয়া, কোহিনুর বেগম প্রমুখ। এতে মুনাজাত পরিচালনা করেন হযরত টাক শাহ্ মিয়া মসজিদের মাওলানা মুহাম্মদ এহসানুল হক।