প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা উপমন্ত্রী
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। এ সময় তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এই প্রোগ্রাম চালু হচ্ছে। এটা একটি মহতী উদ্যোগ। এই প্রোগ্রাম যুগোপযোগী প্রশিক্ষণ এবং যুগোযোগী শিক্ষা। সব শিক্ষার্থীর জানা প্রয়োজন যে, এই দীর্ঘমেয়াদী মাস্টার কোর্স খুবই গুরুত্বপূর্ণ। অনেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ও প্ল্যাটফর্মে মাস্টার অব সায়েন্সের পাশাপাশি অনেকগুলো কোর্স অফার করা হয়, বিশেষ করে ডাটা সায়েন্স, সফটওয়্যার ইত্যাদির উপরে। একই সঙ্গে কিছু কোয়ান্টিটিভ স্কিলস ও কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজেরও প্রয়োজন। অন্যান্য ডিসিপ্লিন থেকেও যাতে করে কম্পিউটার সায়েন্সে ছাত্ররা পড়তে পারে, সেজন্য কিছু ফাউন্ডেশন কোর্স আয়ত্ত করাও দরকার।
শিক্ষা উপমন্ত্রী সুনির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতার জন্য মাস্টার অব সায়েন্সের প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, পূর্ণাঙ্গ অনেকগুলো দক্ষতার স্বীকৃতি হলো মাস্টার অব সায়েন্স।
গতকাল রোববার সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, আইইবি চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান এম. এ. রশিদ এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার অব সায়েন্স চালু হচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য দিনটি বিশেষ উল্লেখ করে তিনি করেন, যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হবে, সে দেশ এগিয়ে যাবে। প্রতিনিয়ত বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির বার্তা শুনছি। বাংলাদেশকে এগুতে হলে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগুতে হবে।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বলেন, বিজ্ঞান ছাড়া কোনো শিক্ষাই পরিপূর্ণ নয়। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রচার-প্রসারে অ্যালামনাইদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখন শামুকের মতো নয়, এখন তা বিশাল মহীরুহ।
আইইবি চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান এম. এ. রশিদ বলেন, আইইবির কাজ হচ্ছে প্রকৌশলীদের সার্বিক কল্যাণ। তিনি আইইবি থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, মাস্টার অব সায়েন্সে যারা পড়বেন অথবা যারা গ্র্যাজুয়েশন সমাপ্ত করে চাকরি করছেন, তাদের ভাবার প্রয়োজন নেই যে, পড়ালেখা বা স্কিল অর্জন শেষ হয়ে গেছে। কারণ টেকনোলজি পরিবর্তন হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও চুয়েটের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রাইডসিস আইটি লিমিটেড ও হাইটেক ইএন্ডসি-র সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি