প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও সিন্ডিকেট-সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির ও সদস্য সচিব হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান।
সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ২০২০ সালের ৯ জানুয়ারি উপাচার্য, ট্রেজারার ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় বিভাগীয় পরীক্ষার ফি নির্ধারণ বিষয়ে গৃহীত সুপারিশসমূহ আলোচনা ও অনুমোদন করা হয়।
২ জুন একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী সভায় অবহিত করা হয় এবং এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) প্রোগ্রামের ফি নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি যেসব বিষয়ে শিক্ষাদান করছে নৃ-গোষ্ঠীর শিক্ষার্র্থীদের সেই সব বিষয়ে টিউশন ফি-তে বিশেষ ছাড় প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ১ নভেম্বর ২০২০ থেকে ৩১ মে ২০২১ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া পেমেন্ট গেটওয়ে এসএসএল এবং রকেটের অফার অনুমোদন করা হয়। ফলে বিশ্বের যে-কোনো প্রান্ত থেকে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীদের যে-কোনো ফি পরিশোধ করা যাবে।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়েও আলোকপাত করা হয়।