সেবা কার্যক্রমে যুক্ত হলো ৩০ অক্সিজেন সিলিন্ডার
চলমান করোনা মহামারীর ২য় ঢেউ মোকাবিলায় গাউসিয়া কমিটি বাংলাদেশের করোনা রোগী সেবা কার্যক্রমে সংযুক্ত হলো আরো ৩০টি অক্সিজেন সিলিন্ডার।
সাবেক মেয়র মুহাম্মদ মঞ্জুরুল আলম মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পক্ষে এ সিলিন্ডারগুলো প্রদান করেন।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের প্রস্তাবে সাড়া দিয়ে এ মহৎ দানে উপকৃত করায় সাবেক মেয়র মঞ্জুর আলম ও মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার করোনা রোগীর সেবায় সিলিন্ডারগুলো গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবীর ভূমিকায় বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে এ মহৎ-মানবিক কর্মসূচিতে দেশপ্রেমিক বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান। গতকাল নগরীর বহদ্দারহাটস্থ আর.বি.কনভেনশন হলে করোনা রোগী সেবা ও মৃতদের কাফন-দাফন কর্মসূচি বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের মতবিনিময় সভায় সভাপতির ভাষণে পেয়ার মুহাম্মদ কমিশনার উপরোক্ত আহ্বান জানান।
গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার বলেন, গাউসে জামান তৈয়্যবশাহ (রহঃ) যে মহান উদ্দেশ্য গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন এই করোনা মহামারীতে তা দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করে সর্বস্তরের জনগণকে গাউসিয়া কমিটির মানবিক কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুব আলম, উত্তর জেলার আহসান হাবীব চৌধুরী হাসান, শেখ সালাহউদ্দিন, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা মুনির উদ্দিন সোহেল, মাওলানা ইলিয়াস কাদেরী, মুহাম্মদ ইলিয়াস মুন্সি, খায়ের মোহাম্মদ, মুহাম্মদ হাবীবুর রহমান, মুহাম্মদ আবু আলম আব্দুল্লাহ, মুহাম্মদ জসিমউদ্দিন, মুহাম্মদ আলী নেওয়াজ প্রমুখ। কাফন-দাফন কর্মসূচির টিম সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আব্দুল মালেক, এস.এম. মমতাজুলইসলাম, মুহাম্মদ জাহেদুল আলম, সাইফুল করিম বাপ্পা, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।